বিসিবি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ ঘোষিত নির্বাচনের তফসিল থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচনের দিনই নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।
বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ছিল প্রায় ১৭০ জন। তবে এবার ভোটারের সংখ্যা বাড়বে।
শুরুতে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। তবে দুই দফা সময় বাড়িয়ে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ
কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় দুই দফা বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়া একটি পক্ষ। আজ সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ এই পক্ষ একটি সংবাদ সম্মেলন করে। তাদের দাবি, সময় বাড়ানো বিসিবির গঠনতন্ত্রের লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন, বিসিবির নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক আচরণ করা হলে তাঁরা আন্দোলন, এমনকি ঘেরাওয়ের মতো কর্মসূচিও দিতে বাধ্য হবেন।
নির্বাচনী তফসিল
বিসিবির নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি জানানো যাবে। আপত্তির ওপর শুনানি হবে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায়।
পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে শুক্র ও শনিবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা। মনোনয়নপত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানি হবে তার পরদিন, ১ অক্টোবর।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিনই দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৬টায়।
একই দিন সন্ধ্যা ৭টায় সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হবে। রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন বিসিবি সভাপতির নাম। এই নির্বাচনে পোস্টাল এবং ই-ব্যালট পেপারের মাধ্যমেও ভোট দেওয়া যাবে।
বিষয় : বিসিবি নির্বাচন বিসিবি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh