এশিয়া কাপের সুপার ফোরে রোববার ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। এর কারণ এখনও স্পষ্ট নয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা কোনো খেলোয়াড়ের গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। এর আগের ম্যাচেও, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগেও পাকিস্তান কোনো ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন করেনি।
দলটি দুবাইয়ের আইসিসি একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে তিন ঘণ্টা অনুশীলন করার কথা। ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা গেছে, পাকিস্তান দল তাদের নির্ধারিত সূচি অনুযায়ীই অনুশীলন করবে।
সংবাদ সম্মেলন বাতিলের পেছনে কোনো রহস্য আছে কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা। বিশেষ করে ভারত ও পাকিস্তানের আগের ম্যাচে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে পাকিস্তান দলের করমর্দন-কাণ্ডের বিতর্ক এখনও তাজা।
ওই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করে যে, টসের আগে ম্যাচ রেফারি পাইক্রফট তাদের অধিনায়ক সালমান আলি আগাকে জানিয়েছিলেন যে ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদবের সঙ্গে কোনো করমর্দন হবে না। এতে আইসিসির আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে পিসিবি মনে করে। তাই তারা তাৎক্ষণিকভাবে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে নেওয়ার দাবিও তুলেছিল।
পরে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও পাকিস্তান দল নির্ধারিত সময়ে মাঠে আসেনি। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। এর মাঝে পাইক্রফটের সঙ্গে আলোচনায় বসে পিসিবি। পরে পিসিবি দাবি করে যে, পাইক্রফট সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
এই ঘটনা নিয়ে আইসিসি এবং পিসিবির মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। কারণ পিসিবি ওই আলোচনার ভিডিও ধারণ করেছিল। আইসিসি এক ই-মেইল বার্তায় পিসিবিকে কড়া ভাষায় জানায় যে, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের এলাকার মধ্যে ভিডিও করে তারা নিয়ম ভেঙেছে। জবাবে পিসিবি জানায়, তারা কোনো নিয়ম লঙ্ঘন করেনি।
এদিকে, ভারতও শনিবার কোনো সংবাদ সম্মেলন করবে না। তারা আগের ম্যাচ শেষে 'নিষেধাজ্ঞা দিয়ে' (সঠিক সময়ের আগে প্রচারে মানা) পাকিস্তান ম্যাচের সংবাদ সম্মেলন আগেই সেরে রেখেছিল।