আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ করেই দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। বাবাকে হারানোর খবর পেয়েছেন তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। এই খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার।
৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। এশিয়া কাপ কভার করতে আবুধাবিতে থাকা শ্রীলঙ্কার সাংবাদিকেরাও এই তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে মহীশ তিকসানার বদলে একাদশে সুযোগ পেয়েছিলেন ভেল্লালাগে। যদিও তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। তাঁর করা ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, যা সব মিলিয়ে ৩২ রানের ওভার ছিল।
তবে ভেল্লালাগের হতাশাজনক পারফরম্যান্সের পরেও শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে কুশল মেন্ডিসের দারুণ ব্যাটিং নৈপুণ্যে। মেন্ডিসের ৫২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসের সুবাদে শ্রীলঙ্কা ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়। শ্রীলঙ্কার এই জয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও।
এই পরিস্থিতিতে, ভেল্লালাগের ব্যক্তিগত শোক তাঁর এবং দলের জন্য একটি কঠিন মুহূর্ত। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এমন একটি সময়ে পরিবারের পাশে থাকা কতটা জরুরি, তা বলার অপেক্ষা রাখে না।