টি-টোয়েন্টিতে দেশের বাইরে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের খরা কাটলো বাংলাদেশের। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের সুবাদে আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল টাইগাররা। প্রথমে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি দাঁড় করিয়েও শঙ্কা ছিল, তবে বোলারদের অবিশ্বাস্য পারফরম্যান্স সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে।
ম্যাচ জয়ের পর লিটন দাসের মুখে চওড়া হাসি, অন্যদিকে হতাশার প্রতিচ্ছবি আফগান অধিনায়ক রশিদ খানের চোখে-মুখে। তার বিদায়েই কার্যত ম্যাচ নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পক্ষে। শেষ ওভারে তাসকিনের বলে রশিদ খান যখন আউট হন, তখন জয়ের উচ্ছ্বাসে গর্জন করে ওঠেন তাসকিন। বাংলাদেশ দলের জন্য এই জয় ছিল অত্যাবশ্যকীয়।
এই জয়ের পরেও অবশ্য বাংলাদেশের সুপার ফোরে যাওয়া পুরোপুরি নিশ্চিত নয়। এখন চোখ রাখতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোনো হিসাব ছাড়াই সরাসরি সুপার ফোরে চলে যাবে। যদি আফগানিস্তান জেতে, তবে রান রেটের জটিল সমীকরণ আসবে, সেক্ষেত্রে আফগানদের বড় ব্যবধানে হারতে হবে।
ব্যাটিংয়ে মিশ্র অভিজ্ঞতা
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। নতুন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান একটি ৬৩ রানের দারুণ জুটি গড়েন। পাওয়ার প্লে-তে আসে ৫৯ রান, যা বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দেয়। কিন্তু এরপরই ছন্দপতন। রশিদ খানের আক্রমণে সাইফ (২৮ বলে ৩০ রান) ও লিটন দাস (১১ বলে ৯ রান) দ্রুত বিদায় নেন। ফিফটি করে তানজিদও (২৮ বলে ৫২ রান) ফিরে গেলে মিডল অর্ডারে চাপ সৃষ্টি হয়। শেষদিকে তাওহিদ হৃদয়ের ২৬ রান এবং নুরুল হাসান সোহানের ১২ রানের ক্যামিওতে বাংলাদেশ ১৫৪ রান সংগ্রহ করে। তবে শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান আসায় স্কোরটা প্রত্যাশার চেয়ে কম ছিল।
বোলারদের আগুনে পারফরম্যান্স
আফগানিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম বলেই তিনি এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান সেদিকউল্লাহ আটালকে। এরপর আরও এক উইকেট নিয়ে আফগানদের চাপে ফেলে দেন নাসুম। তার দারুণ বোলিংয়ের ফল, আফগানরা পাওয়ার প্লে-তে মাত্র ২৭ রান তুলতে পারে। রিশাদ হোসেন তার স্পিনে দুর্দান্ত ছিলেন, তিনি একাই তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে তারা আফগানদের রানের গতি আটকে রাখেন। তাসকিনের দুর্দান্ত বোলিং এবং মুস্তাফিজের ডেথ ওভারে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আফগানদের সব আশা শেষ করে দেয়।
সংক্ষিপ্ত স্কোর:
বিষয় : আফগানিস্তান বাংলাদেশ নাসুম তানজিদ এশিয়া কাপ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh