ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে উত্তেজনা আর মাঠের বাইরে উত্তপ্ত বাক্যবিনিময়। কিন্তু এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ লড়াই শেষ হলো এক অদ্ভুত ও অপ্রত্যাশিত দৃশ্য দিয়ে। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করতেই ভারতীয় খেলোয়াড়েরা যেন অদৃশ্য কোনো দেয়ালের ওপারে চলে গেলেন। পাকিস্তানের ক্রিকেটাররা তখন চিরাচরিত প্রথা অনুযায়ী হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সরাসরি ঢুকে যান ড্রেসিংরুমে। দুই দলের মধ্যে কোনো কথা হয়নি, কোনো চোখাচোখি হয়নি, এমনকি একটি হাতও মেলানো হয়নি। পাকিস্তান দলের প্রতি ভারতীয়দের এই আচরণ ছিল যেন বরফের মতো শীতল।
কেন এমনটা হলো?
১২৮ রানের সহজ লক্ষ্য ভারত মাত্র ১৫.৫ ওভারেই তাড়া করে ফেলেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমের বাইরে পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষা করলেও কেউ তাদের সঙ্গে দেখা করতে পর্যন্ত বের হননি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের খেলোয়াড়, কোচ এবং সাবেক ক্রিকেটাররা তীব্র সমালোচনা শুরু করেন।
আইসিসি কি কোনো ব্যবস্থা নেবে?
এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ভারত কি কোনো শাস্তি পাবে? এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যেই জানিয়েছে যে তারা ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে। এখন অপেক্ষা, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী পদক্ষেপ নেয়।
আইসিসির আচরণবিধিতে কোথাও সরাসরি উল্লেখ নেই যে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো বাধ্যতামূলক। এটি কেবল একটি সৌজন্যমূলক প্রথা। তবে এই আচরণবিধির ভূমিকায় বলা আছে, খেলোয়াড়দের অবশ্যই খেলা, সতীর্থ, প্রতিপক্ষ এবং ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখাতে হবে।
তাই আইনিভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আইসিসির নেই। তারা বড়জোর এই আচরণের জন্য সূর্যকুমারের দলকে একটি মৃদু তিরস্কার করতে পারে। এর বাইরে কিছু করার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে যখন আইসিসির শীর্ষ পদে একজন ভারতীয়, জয় শাহ, রয়েছেন। এ কারণে এই ঘটনায় আইসিসি ভারতকে আদৌ কোনো কিছু বলবে, এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh