× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম । আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৫ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। গতকাল শনিবার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ এবং হামলাটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রিকেট মাঠে হামলার পর হামলাকারীরা একটি কোয়াডপ্টার ব্যবহার করে স্থানীয় থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

গত জুলাই থেকে বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সরবকাফ’ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এই অভিযানের প্রতিশোধ হিসেবেই টিটিপি জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো জঙ্গি আস্তানা ধ্বংস করে সীমান্তবর্তী এই এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা।

এর আগে গত সপ্তাহেও বাজৌর জেলার লাঘারি এলাকার একটি থানায় সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল, যেখানে একজন পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.