× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ২১:৪৮ পিএম । আপডেটঃ ৩০ আগস্ট ২০২৫, ২৩:১০ পিএম


সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস ১৩৬/১০ (২০ ওভার), বাংলাদেশ ১৩৭/৩ (১৩.৩ ওভার)




সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল এবং ৭ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। বল হাতে পেসার তাসকিন আহমেদ একাই ৪ উইকেট নিয়ে ডাচদের মেরুদণ্ড ভেঙে দেন। পরে ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে বাংলাদেশ দলে আনা হয়েছিল ৫টি পরিবর্তন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের পাঁচজন ক্রিকেটারকে বাদ দিয়ে দলে ফেরানো হয় পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমানকে।

তাসকিনের বোলিং তোপে গুঁড়িয়ে যায় ডাচরা

বোলিংয়ে নেমে শুরু থেকেই ডাচ ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ১০ ওভার শেষে মাত্র ৬৮ রানেই ৪ উইকেট হারায় ডাচরা। তাদের পক্ষে কেউই বড় স্কোর গড়তে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া, সাইফ হাসান নেন ২ উইকেট।

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয়

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ২৯ বলে ৫৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ৩৯ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.