মাত্র তিন বছরের ব্যবধানে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে ভারত। সরকারি হস্তক্ষেপের কারণে ২০২২ সালের আগস্টে একবার ফিফার নিষেধাজ্ঞার শিকার হয়েছিল দেশটি। এবার নতুন সংবিধান প্রণয়ন এবং দ্রুত নির্বাচন আয়োজনের সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত রাতে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) পাঠানো এক কড়া চিঠিতে ফিফা ও এএফসি জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠানো হবে। এমনটা হলে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ১৮ নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ভারতের খেলা অনিশ্চিত হয়ে পড়বে।
এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টে এআইএফএফের সংবিধান নিয়ে মামলা চলার কারণে ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাঠামোতে এক অপূরণীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও এআইএফএফ এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।
ফিফার নির্দেশ অনুযায়ী, এআইএফএফকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ করতে হবে। ভারত সরকারসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
নিষেধাজ্ঞা এড়াতে ফিফা ও এএফসি থেকে পাওয়া এই চিঠি ভারতের সুপ্রিম কোর্টে জমা দেবেন কল্যাণ চৌবে। একইসঙ্গে দেশের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রীর সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনা করবেন এবং দ্রুত রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের অভিযোগে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই সময় আদালতের নিযুক্ত প্রশাসক কমিটি ফেডারেশনের দায়িত্বে ছিল। ওই কমিটির কার্যাদেশ বাতিল করার পর নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা এবং নতুন সভাপতি হিসেবে কল্যাণ চৌবে নির্বাচিত হন। তবে এআইএফএফের সংবিধান নিয়ে মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে আছে।
বিষয় : ফুটবল ফিফা ভারত ফুটবল দল নিষেধাজ্ঞা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh