× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেপ্টেম্বরে‌ শুরু হবে আমিরাতে এশিয়াকাপ

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৯:৫২ পিএম । আপডেটঃ ২৬ জুলাই ২০২৫, ১৯:৫২ পিএম

চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সময়: সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে এশিয়া কাপের দিন–তারিখ নিশ্চিত করেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার খবর নিশ্চিত করছি। মর্যাদার এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার জন্য অপেক্ষায় আছি।’

টুর্নামেন্টের চূড়ান্ত সূচি দ্রুতই প্রকাশ করা হবে বলেও নিজের টুইটে উল্লেখ করেন মহসিন নাকভি। এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। এবার তাই টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

এবারের এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ে গত মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ালে। এসিসির এই দুই প্রভাবশালী দেশ একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলবে না, এমন আলোচনাও ওঠে তখন। ২৪ জুলাই ঢাকায় এজিএম হওয়া নিয়েও মুখোমুখি দাঁড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড।

তবে শেষ পর্যন্ত অনলাইনে এজিএমে যোগ দেয় ভারত। তখন মহসিন নাকভি জানিয়েছিলেন, জমে থাকা কিছু বিষয়ের সমাধান করে এশিয়া কাপের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ওই ঘটনার দুই দিন পরই এশিয়া কাপের সময় আনুষ্ঠানিকভাবে জানালেন নাকভি। চূড়ান্ত সূচি ঘোষণা করবে আয়োজক বোর্ড বিসিসিআই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.