বিপিএল শুরুর আগেই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টিমের মালিক নাফিসা কামাল বলেছেন, রাজস্ব ভাগাভাগি না হলে বিপিএলের আগামী আসর থেকে নিজেদের সরিয়ে নেবেন তারা।
নাফিসা কামাল বলেছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল বর্তমানে যে কাঠামো মেনে চলছে, তাতে টুর্নামেন্টে তাদের পক্ষে থাকাটা কঠিন হয়ে পড়বে।
নাফিসা কামাল নিজস্ব কার্যালয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, এটা শতভাগ সত্য। রাজস্ব ভাগাভাগি না হলে আমরা আগামী বিপিএলে থাকবো না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটসের একটা অংশ চায়।’
ব্রডকাস্টিংয়ের রাজস্বতে পিছিয়ে থাকায় হতাশাও ব্যক্ত করেছেন নাফিসা কামাল। তিনি বলেন, ‘আমরা কত আগে বিপিএল শুরু করেছি। অথচ এত বিশাল জনসংখ্যা নিয়েও আমরা ব্রডকাস্টিংয়ে অনেক পিছিয়ে। বিসিবি যদি আমাদের টিকিট রাইটসের ৫০ শতাংশও দেয়, তাহলে একটি টিকিটও অবিক্রিত থাকবে না। কিন্তু বিসিবি সেই রাইটস আমাদের দেয় না। মিডিয়া, গ্রাউন্ড রাইটসের বেলাতেও একই পন্থা অনুসরণ করা হচ্ছে।’
পরিকল্পনাগত ত্রুটির কথাও উল্লেখ করেছেন নাফিসা কামাল। তিনি বলেছেন, ‘কাগজে-কলমে যেভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলা উচিত। সেটা আমাদের বিপিএলে প্রযোজ্য নয়। ফ্র্যাঞ্চাইজিদের যেসব রাইটস পাওয়া উচিত, আমাদের সেটা পাওয়া হয় না।’
এর আগে ২০১৯ সালেও ক্রিকবাজকে নাফিসা কামাল বলেছিলেন, রাজস্ব ভাগাভাগির একটা মডেল বিপিএলে থাকা উচিত। কিন্তু চার বছরেও সেটা আলোচনার মুখ দেখেনি। ২০২২ সালে গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, রাজস্ব ভাগাভাগির কোনও মডেলে আগ্রহী নন তারা।