× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ০২:২০ এএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৫, ০২:২১ এএম

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা। লঙ্কানদের দেয়া ১৩৩ রানের টার্গেট ২১ বল হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান শরিফুল। এরপর বাকিটা সময় বল হাতে উইকেটে স্বাগতিকদের রীতিমতো নৃত্য করিয়েছেন শেখ মেহেদি। কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কাকে নিজের শিকার বানিয়ে ৪৯ রানেই সাজঘরে চার ব্যাটার। একপ্রান্ত আগলে রেখে ৪৬ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি। ৬৬ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর, ১৫ বলে কামিন্দু মেন্ডিসের ২১ রানে উঠে দাড়ানোর চেষ্টা করলেও শামীমের বলে কাটা পড়েন এই বাহারি ব্যাটার। মুস্তাফিজের বলে ভ্যান্ডারসে ফিরলে ১০৩ রানেই ৭ উইকেট নেই শ্রীলঙ্কার। ১৯ ওভারে ১১০ রান থেকে শানাকার ক্যামিওতে শেষ পর্যন্ত ১৩২ রান সংগ্রহ করে তারা। শানাকা ২৫ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে। ৪ ওভারে ১ মেইডেনসহ ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদী।

জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে থুসারার শিকার পারভেজ ইমন। তবে এরপরের গল্পটা পুরোটাই বাংলাদেশের।

দ্বিতীয় উইকেটে ইমনের সাথে ৫২ বলে ৭৪ রানের জুটির পথে দলকে জয়ের ভীত গড়ে দেন লিটন। ২৬ বলে ৩২ রানে লিটন কাটা পড়লেও ২৭ বলে ফিফটি তুলে নেন তানজিদ তামিম।

এরপর আর খুব বেশি সময় লাগেনি। তামিম ঝড়ে মুখ থুবড়ে পড়ে লংকান ব্যাটিং। নিজের ক্যারিয়ার সেরা ইনিংসে দলকে ৮ উইকেটের দাপুটে এক জয় এনে দেন এই বাঁহাতি ওপেনার। ৪৭ বলে ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন তামিম ও হৃদয় করেন ২৫ বলে ২৭। তাতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করলো বাংলাদেশ।

৪ উইকেট নেয়ার সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে শেখ মেহেদীর হাতে। ব্যাট হাতে ১১৪ রান তুলে সিরিজসেরা হন টাইগার অধিনায়ক লিটন দাস।

উল্লেখ্য, আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.