× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলে ভেন্যু পরিবর্তন, পিএসএলে ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক

০৮ মে ২০২৫, ২২:০৪ পিএম । আপডেটঃ ০৮ মে ২০২৫, ২২:১৫ পিএম

ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল চলছে। এক্স

ভারত–পাকিস্তান সংঘাতের মধ্যে এবার সরাসরিই আক্রান্ত আইপিএল ও পিএসএল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা হয়েছে। এই স্টেডিয়ামেই আজ রাতে পিএসএলে পেশোয়ার জালমি–করাচি কিংস মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটি স্থগিত করা হয়েছে। পেশোয়ার দলে বাংলাদেশের নাহিদ রানা আছেন।

অপর দিকে আজ রাতে হিমাচল প্রদেশের ধর্মশালায় মুখোমুখি হওয়ার কথা পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচটি সূচি অনুযায়ী চলবে জানানো হলেও ১১ মে নির্ধারিত পাঞ্জাব–মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। ধর্মশালার পরিবর্তে ওই ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়েছে, যা তারা নিষ্ক্রিয় করেছে। দ্য নেশনের খবরে বলা হয়, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে কয়েক মিটার দূরের রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিটে ড্রোন হামলা হয়েছে। পিএসএল ভেন্যুতে হামলার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সূচি অনুসারে চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাকিস্তানের পিএসএলে এক ভেন্যুতে টানা কয়েক দিন ম্যাচ রাখা হয়। সে হিসাবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৮, ৯ ও ১০ মের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। পরে ১৩ মে প্রথম কোয়ালিফায়ারও হওয়ার কথা একই মাঠে। এ ছাড়া লাহোরে হওয়ার কথা টুর্নামেন্টের ফাইনালসহ শেষ তিন ম্যাচ।

পরিবর্তিত পরিস্থিতিতে পিএসএল স্থগিত করা হবে, নাকি বাকি থাকা ৮ ম্যাচ করাচিতে স্থানান্তর করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে পিএসএলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজকের পেশোয়ার–করাচি ম্যাচ স্থগিতের খবর জানানো হয়েছে। ম্যাচটির নতুন তারিখ পরে জানানো হবে। পিএসএলের লিগ পর্বের ম্যাচ ১১ মে শেষ হওয়ার কথা।

এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১১ মের পাঞ্জাব–মুম্বাই ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই ম্যাচের সূচি ‘হোম–অ্যাওয়ে’ভিত্তিক হয়ে থাকে। ধর্মশালা ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকায় হিমাচলে যাওয়া নিয়ে চরম জটিলতায় পড়েছিল মুম্বাই। এখন সূচিতে পরিবর্তন হওয়ায় মুম্বাই যাবে গুজরাটে। তবে আজকের ম্যাচের জন্য ধর্মশালায় থাকা পাঞ্জাব ও দিল্লি দলকে কীভাবে সেখান থেকে নিয়ে আসা হবে, এখনো স্পষ্ট নয়। দিল্লির পরের ম্যাচ দিল্লিতে গুজরাটের বিপক্ষে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.