× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম । আপডেটঃ ১০ মার্চ ২০২৫, ০৪:২৮ এএম

স্পিন দাপটের পর রোহিত-শ্রেয়াস-রাহুলদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলো ভারত। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। বরুণ চক্রবর্তী উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ভাঙে সেই জুটি। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদ্বীপ। এরপর উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদ্বীপ। জাদেজা এসে সাজঘরে পাঠান টম লাথামকে। এরপর মিচেল ও ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পথের কাঁটা হয়ে দাঁড়ান বরুণ। ৩৪ রান করা ফিলিপসকে ফেরান বোল্ড করে। ৬৩ রানের ইনিংস খেলে আউট হন মিচেল। শেষ দিকে ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা। জবাবে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ক্যারিয়ারের ৫৮তম ফিফটি তুলে নেন রোহিত।

৩১ রান করে স্যান্টনারের বলে আউট হন গিল। ১ রানের ব্যবধানে ভিরাট কোহলিকে ফেরান ব্রেসওয়েল। ক্যারিয়ারের ৫৮তম ফিফটি তুলে ৭৬ রান করে ফেরেন রোহিতও। আইয়ার ৪৮ ও আক্সার করেন ২৯ রান। ১৮ রানে হার্দিক আউট হলেও জাদেজাকে সঙ্গে নিয়ে রাহুলের ব্যাটে জয়োল্লাসে মাতে টিম ইন্ডিয়া।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.