× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারের পথে এক পা দিয়ে রাখলো ভারত। পাকিস্তানের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কোহলির সেঞ্চুরিতে ৪৫ বল হাতে রেখেই টপকে যায় ভারত।

দুবাইয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের দলীয় ৪১ রানে বাবর আজমকে ফিরিয়ে শুরুর আঘাতটা দেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হক রানআউট হন ১০ রানে। অর্ধশতক হাকিয়ে সাময়িক ধাক্কা সামাল দেন সৌদ শাকিল। শতরানের পার্টনারশিপ গড়ার পথে ৪৬ রানে আক্সারের বলে আউট হন রিজওয়ান। ৬২ রানে পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিনত হন শাকিল। শেষ দিকে খুশদিল শাহ’র ৩৮ রানে ভর করে ২ বল বাকি থাকতেই ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩ উইকেট নেন কুলদিপ ইয়াদভ।

জবাবে ২০ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর ৬৯ রানের জুটি গড়েন শুভমান গিল ও কোহলি। ৪৬ রান করে আবরারে স্পিনে কাটা পড়েন গিল। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১১৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ভিরাট কোহলি। আইয়ার ৫৬ রানে কাটা পড়লেও ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম শতক হাঁকিয়ে মাঠ ছাড়েন কোহলি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.