চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান বিমান বাহিনীর রঙের প্রদর্শনী। করাচিতে। ছবি: এএফপি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। দেশটিতে প্রায় তিন দশক ক্রিকেটের বড় আসর না হওয়ার মূল কারণ বড় দলগুলোর নিরাপত্তা–শঙ্কা।
রাজনৈতিক বৈরিতার পাশাপাশি নিরাপত্তাহীনতাকে সামনে এনে ভারত পাকিস্তানে না গেলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ঠিকই সেখানে খেলতে গেছে। কিন্তু আজ চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে পাকিস্তানে যে নাশকতার ঘটনা ঘটল, তা ক্রিকেট বিশ্বকে দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও নেতিবাচক বার্তা দিতে বাধ্য।
করাচিতে স্থানীয় সময় দুপুরে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিকেলেই বার্তা সংস্থা এএফপি খবর দিল, দেশটির বাজাউর জেলায় বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা। ছবি: এক্স
বাজাউর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ বিভাগে অবস্থিত। আফগানিস্তানের সঙ্গে এই জেলার ৫২ কিলোমিটার সীমান্ত আছে। এএফপি জানিয়েছে, বুধবার আফগান সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে পুলিশ সদস্যরা একটি পোলিও টিকাদান দলকে পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে।
বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ এএফপিকে বলেছেন, ‘দুই মোটরসাইকেল আরোহী এসে গুলি চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। তবে পোলিও টিকাদান দলের সবাই অক্ষত আছেন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও এখনো মহামারি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পোলিও রোগীর সংখ্যা আরও বেড়েছে। গত বছর কমপক্ষে ৭৩ জন সংক্রমিত হয়েছেন।
কিন্তু জঙ্গিরা কয়েক দশক ধরে টিকাদানকারী দল এবং তাদের নিরাপত্তা প্রদানকারী দলকে লক্ষ্যবস্তু করে রেখেছে। ওয়াকাস রফিক নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাজাউর জেলায় জঙ্গি হামলা ও নিরাপত্তার কারণে এ বছর পোলিও অভিযান শুরু করতে দেরি হয়েছে। তবে আজকের হামলার পরও ঘটনাস্থল ছাড়া জেলার সব এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
টিকাদানকারী দলের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত
অতীতে স্থানীয় ধর্মগুরুরা দাবি করেছিলেন, পোলিও টিকা শূকরের মাংস বা অ্যালকোহল দিয়ে বানানো হয়, যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খাওয়া বা যেকোনো উপায়ে শরীরে প্রবেশ করানো নিষিদ্ধ। যদিও তাঁদের এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশটির সরকার।
দুপুরে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধন করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ছবি: সংগৃহীত
করাচিতে আজ উদ্বোধনী ম্যাচে আগে পাকিস্তানকে ৩২১ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। ম্যাচটি জিতলে হলে মোহাম্মদ রিজওয়ানের দলকে চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh