সাবেক পোর্ত কোচ জেসুস বলেন, ‘নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্যত্র বেশি। তবে ফুটবলের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাশন অনেক বেশি এবং ফুটবলকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে নেইমারের কাছে সেগুলোই বেশি প্রাধান্য পায়, যেগুলো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত।’
নেইমারের আল হিলালের কোচ হোর্হে জেসুসও দাবি করেছেন, নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্য জিনিসে বেশি। রোনালদোর সঙ্গে নেইমারের ফুটবল প্যাশনের তুলনা করে এই কথা বলেন পর্তুগিজ কোচ।
নেইমারের ফুটবল প্যাশন নিয়ে প্রশ্ন তুললেও ফুটবলার হিসেবে তিনি অসাধারণ বলে মন্তব্য করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। তার মতে, ব্রাজিলিয়ান তারকাকে কোচিং করানো খুব সহজ।
জেসুস বলেন, ‘প্রথমত, বলবো আমার ভাগ্য তেমন একটা ভালো নয়। কারণ আমি পূর্বে নেইমারকে কোচিং করানোর সুযোগ পাইনি। এবার তাকে দলে পেয়েও তার সঙ্গে মাত্র দেড় মাস কাজ করতে পেরেছি। তাকে কোচিং করানো খুব সহজ মনে হয়েছে, সে দারুণ একটা ছেলে যার সঙ্গে সহজে বোঝাপড়া করে নেওয়া যায়।’