× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২ পিএম

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তার

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

২০২৩ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফিক্সিংয়ের জন্য তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই বছর সোহেলির ফিক্সিংয়ের সাথে জড়িত থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

ধারাগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক ম্যাচে ফল বা প্রক্রিয়াকে প্রভাবিত করা ও ইচ্ছাকৃতভাবে খারাপ পারফর্ম করা। ম্যাচকে প্রভাবিত করতে কোনো চুক্তি বা পক্ষ হওয়া। জুয়া বা অন্য কোনো উদ্দেশে ম্যাচের কোনো নির্দিষ্ট ঘটনা ঘটার জন্য কোনো কিছু চাওয়া, গ্রহণ করা বা প্রস্তাব দেয়া। ফিক্সিংয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করা বা প্ররোচিত করা।

এছাড়া, ফিক্সিংয়ের জন্য প্রতাব পাওয়ার পর তা দুর্নীতি দমন ইউনিটকে না জানানো। অভিযোগ তদন্তে বাধা বা বিলম্ব করা, নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করার মতো ধারাও রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার। যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেন তিনি।

সোহেলি তখন জানান, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি কেবল মধ্যস্থতা করেছেন। কোনো ভুল করেননি বলেও দাবি করেন সোহেলি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.