× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাজিলে খেলতে গিয়ে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচ মানেই ফুটবল প্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। এই ম্যাচের আগে মাঠের বাইরে যেমন উত্তেজনা বিরাজ করে; তেমনি মাঠেও দু’দলের ফুটবলারদের শরীরী ভাষা থাকে আক্রমণাত্মক। যা দেখা গেল আরও একবার। সম্প্রতি লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টে ব্রাজিলের সাও পাওলোতে খেলতে গিয়ে আটক হতে হয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের ৪ নারী ফুটবলারকে।

গত ২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচের পর বর্ণবাদের অভিযোগে আটক করা হয় রিভার প্লেটের ওই চার আর্জেন্টাইন নারী ফুটবলারকে।

তার আগে নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয় ম্যাচটি। তবে ম্যাচে বর্ণবাদের অভিযোগে রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। বর্ণবাদী আচরণের প্রতিবাদে মাঠও ছেড়ে যান গ্রেমিও খেলোয়াড়রা।

এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড়ও ছিল না আর্জেন্টাইন ক্লাবটির। এরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত সেই নারী ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।

আটক হওয়ার পর থেকেই আলোচনা কেন্দ্রে এই চার নারী ফুটবলার। এদিকে গতকাল সোমবার এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াও ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টাইন নারী ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও জানিয়েছে, তাদের খেলোয়াড়রা এক বল বয়কে সাহায্য করতে এগিয়ে আসার পর তাদের সঙ্গেও বর্ণবাদী আচরণ করা হয়।

চার নারী ফুটবলার আটকের বিষয়ে এক বিবৃতিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। পাশাপাশি এই ধরনের আচরণ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে ক্লাবটি।

উল্লেখ্য, গতকাল টুর্নামেন্টের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গ্রেমিও।

বিষয় : নারী ফুটবল

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.