নতুন বলে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। তবে উইকেটের দেখা মিলছিল না। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ।
টস জিতে বোলিং করছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ-
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস