× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০১:১৩ এএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ০১:১৩ এএম

সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ড্রয়ে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল সেলেসাওরা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে।

স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের থাকলেও সেই প্রতিশোধ যেন আর নেওয়া হলো না এবার। গেল কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। তবে ড্র করেও যেন একপ্রকার নিজেদের সম্মান রক্ষা করল সেলেসাওরা।

প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় ব্রাজিলকে। ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেখান থেকেই অবশ্য ঘুরে দাড়িয়েছে সেলেসাওরা।

ম্যাচের ৬২ মিনিটে সিলভার গোলে সমতায় ফেরে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পরিশোধের পর দেখা মেলে ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল। কিন্তু ফরোয়ার্ডদের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।

মোট ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। এদিকে আজ পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.