× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ

নাজমুলকে ‘ফাইনালে’ পাচ্ছে না বাংলাদেশ, অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪, ০২:০৭ এএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ এএম

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ছবি: সংগৃহীত

আরও একটি দুঃসংবাদ সংযুক্ত আরব আমিরাত থেকে। কুঁচকির চোট শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেন নাজমুল হোসেন। এসিবি


এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শুধু শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, কুঁচকির এই চোটে হয়তো বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত নাজমুলের।

অন্তত প্রথম টেস্টটা যে তিনি খেলতে পারছেন না, সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।

নাজমুলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত 


শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

মুশফিকের পর নাজমুল—ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.