× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় ফিরেছে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ১৬:৫১ পিএম । আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৪, ২০:১৪ পিএম

ছবি | সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে ঢাকায় পা রাখলো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি।

আসরে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প, নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বুধবারের ফাইনালে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ধরে রাখল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। ঢাকা বিমানবন্দর থেকে খেলোয়াড়দের ছাদখোলা বাসে করে আনা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।

গত আসরে প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল বাংলার মেয়েদের। এবারও একই সম্মান পাচ্ছেন তারা।

বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।

বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাঘিনীদের জমকালো সংবর্ধনা দিতে প্রস্তুত করা হয়েছে সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ছাদখোলা বাসের। বাসটিতে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.