× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার এক হালি

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম । আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলো রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনার অফ সাইড ফাঁদে পড়লো প্রত্যেকটা।

দ্বিতীয়ার্ধে যেন রিয়াল পাত্তাই পেলো না। আক্রমণ-রক্ষণ সবখানেই দাপট দেখালো বার্সা। ২ মিনিটে ২ গোল দিয়ে বার্সাকে চালকের আসনে বসালেন রবার্ট লেভানডোভস্কি। এরপর লামিনে ইয়ামেল ও রাফিনহার গোলে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

আজ লা লিগার ম্যাচে রিয়ালের ঘরের মাঠে বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।

এদিন প্রথমার্ধে লড়াই ছিল বার্সেলোনার হাইলাইন ডিফেন্স আর রিয়ালের তারকায় ঠাসা আক্রমণভাগ। যেখানে পুরোদমে সফল কাতালান ক্লাবটি। একাধিকবার অফসাইডের ফাঁদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা।

বিরতি থেকে ফিরেও শুরুতে রিয়ালই আক্রমণে দাপট দেখাচ্ছিল। কিন্তু চিত্রনাট্য ঘুরে যায় স্রেফ ২ মিনিটের ব্যবধানে। ৫৪ ও ৫৬তম মিনিটে দুই গোল করেন লেভানডোভস্কি।

এরপর আর বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি রিয়াল। ৮৪তম মিনিটের মধ্যে স্কোরলাইন হয়ে যায় ৪-০। এর মধ্যে একটি করে গোল করেন ইয়ামেল ও রাফিনহা।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.