× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্প্যানিশ লা লিগায় এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে বার্সার পাশেই রিয়াল

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০২৪, ১১:৫৫ এএম । আপডেটঃ ২০ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম

ছবি | সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গোলে ২-১ ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৯ অক্টোবর) সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন সুইডিশ মিডফিল্ডার উইলিয়ট।

প্রতিপক্ষ রক্ষণভাগের ভুলের সুযোগে ম্যাচের ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। নিজেদের সীমানায় সেল্টা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা। এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ট।

ম্যাচের ৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান আনচেলত্তি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিচ। মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক থ্রু পাস বাড়ান এ ক্রোয়েশিয়ান তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিয়ুস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়। খেলার শেষদিকে কিছুটা ভয় ছড়ালেও গোল দিতে ব্যর্থ হয় সেল্টা।

উল্লেখ্য, ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তালিকার দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টধারী বার্সেলোনার অবস্থান শীর্ষে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.