১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪ - এটা হচ্ছে ভারতীয় ব্যাটারদের আজকের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে ভারত। কিউই পেসারদের নিখুঁত লাইন-লেংথ, দুর্দান্ত সুইং ও সিম বোলিং আর ফিল্ডারদের অসাধারণ ক্যাচে এটাই দেশের মাটিতে রোহিত-কোহলিদের সর্বনিম্ন রানের ইনিংস।
ইতিহাসে এই প্রথম ভারতের মাঠে কোনো দল পঞ্চাশের নিচে গুটিয়ে গেল। আগের সর্বনিম্ন ছিল ২০২১ সালে নিউ জিল্যান্ডের ৬২। আর দেশের মাঠে ভারতের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ৭৫ রান। ১৫ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের নায়ক পেসারত ম্যাট হেনরি। টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করা উইল ও’রোকের শিকার ২২ রানে ৪ উইকেট।
এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড। ৬৭ রানে প্রথম উইকেট হারানো দলটির এখন সংগ্রহ ১১১ রান। লিড বেড়ে দাড়িয়েছে ৬৫ রান।