× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম । আপডেটঃ ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুর। শনিবার (৫ অক্টোবর) নিজেদের মাঠ সেলহার্স্ট পার্কে লিভারপুলকে আতিথ্য দেয় ক্রিস্টাল প্যালেস। ম্যাচে লিভারপুলের পক্ষে একমাত্র গোলটি করেন দিয়োগো জতা।

প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ম্যাচের এক মিনিট না পেরোতেই জালে বল ফেলে প্যালেস। তবে অফসাইডে থাকায় বাতিল হয় এডি এনকেইতার সেই গোল। তবে ম্যাচের প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় লিভারপুল। নবম মিনিটে কোডি গাকপোর পাস থেকে গোল করেন লিভারপুলকে লিড এনে দেন দিয়োগো জতা। ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় আর্নে স্লটের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন দু’দলের ফরোয়ার্ডরা। সমতায় ফিরতে বেশ চেষ্টা করে প্যালেস। কিন্তু অ্যালিসনকে টপকাতে পারেনি তারা। ব্রাজিলিয়ান এই গোলরক্ষক দুটি ভালো সেভ দিয়ে প্যালেসকে গোলবঞ্চিত রাখেন।

ম্যাচশেষে লিভারপুলের চিন্তা অ্যালিসন বেকারকে নিয়ে। কেননা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ থেকে উঠে যান এ ব্রাজিলিয়ান। সেই চোট তাকে কতদিন মাঠের বাইরে রাখবে তা এখনও অজানা।

উল্লেখ্য, এ জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট লিভারপুলের। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যনসিটির চেয়ে এক পয়েন্ট এগিয়ে তারা। অপরদিকে, চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি ক্রিস্টাল প্যালেস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.