× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিকেট

রুটের ইংলিশ রেকর্ডে ইংল্যান্ডের দিন

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট ২০২৪, ১৬:০৭ পিএম । আপডেটঃ ২৯ আগস্ট ২০২৪, ১৬:০৯ পিএম

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান। ছুঁয়ে ফেলেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড। লর্ডসে এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২। প্রথম দিন শেষে তাদের রান ৭ উইকেটে ৩৫৮। রুট আউট হয়েছেন ১৪৩ রান করে। ইংল্যান্ডের আর কোনো টপ অর্ডার ব্যাটসম্যান ৪০ রানের বেশি করতে পারেননি। ৪০ রান করেছেন ওপেনার বেন ডাকেট।

তবে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত আছেন ৭৪ রানে। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেয়েছেন অ্যাটকিনসন। রুটকে অসাধারণ সঙ্গত দিয়ে যাওয়া অ্যাটকিনসন সপ্তম উইকেট জুটিতে তাঁর সঙ্গে তুলেছেন ১৯ ওভারে ৯২ রান।

এর আগে এই ম্যাচে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ আউট হয়েছেন ১ রানে। এই নিয়ে টানা তিন ইনিংসে দুই অঙ্কের নিচে আউট হলেন তিনি। ড্যানিয়েল লরেন্স, পোপ ও ডাকেটকেসহ লাঞ্চের আগেই ৩ উইকেট নিয়ে নেয় শ্রীলঙ্কা।

এক বছর না খেললেও চ্যাম্পিয়নস ট্রফির বিবেচনায় থাকবেন রুট-স্টোকস

শেষ পর্যন্ত অবশ্য রুটের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। রুট ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রত্নানায়েকে ও লাহিরু কুমারা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৫৮/৭ (রুট ১৪৩, অ্যাটকিনসন ৭৪*, ডাকেট ৪০, ব্রুক ৩৩, স্মিথ ২১, পটস ২০*; আসিতা ফার্নান্ডো ২/৮৪, রত্নানায়েকে ২/৮০, লাহিরু ২/৭৫, জয়াসুরিয়া ১/৮১)।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.