সরকারি দলের এমপি ছিলেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গণ আন্দোলনে সরকার পতনের তার ভূমিকা নিয়ে ফুসে উঠেছে দেশের ক্রিকেট প্রেমীরা। যখন কোটা সংষ্কার আন্দোলনে ছাত্ররা গুলিতে একের পর এক নিহত হচ্ছিলেন তখন দেশের তরুণদের আইকন হয়েও তিনি ছিলেন নিরব। সরকার পতনের পর তার বিরুদ্ধে আন্দোলনে এক গার্মেন্টস কর্মি হত্যার মামলা হয়েছে। শুধু তাই নয় এরপরই তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরেয়ে এনে তদন্তের মুখোমুখি করার জন্য আইনি নোটিশও পাঠিয়েছে এক আইনজিবী। তবে বিসিবি সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের মামলা পূর্ন রুপ না পাওয়া পর্যন্ত তিনি খেলতে পারবেন। শুধু তাই নয় দেশে না এসেও ভারত সিরিজে তিনি খেলতে পারবেন। কারণ তাকে সেই পর্যন্ত কাউন্টি খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি।
এ নিয়ে ফারুক বলেন, ‘পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না। কিন্তু অলরেডি একটা এনওসি আছে, কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে। আমি যেদিন কাজ পেয়েছি, এর আগেই এনওসি নিয়েছে।
এখন হয়তো আসবে না, ভারতের বিপক্ষে সিরিজটা বাইরে থেকে খেলবে। যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পর হয়তো পরের পরিকল্পনা কী হবে সেটা ঠিক করা হবে।’