× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিকেট লাইভ

লিটনের বিদায়ে ভাঙল জুটি

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট ২০২৪, ০২:২০ এএম । আপডেটঃ ২৪ আগস্ট ২০২৪, ০২:২৭ এএম

মোহাম্মদ মুশফিকুর রহিম | ছবি —সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬ ওভারে ৩৪১/৬


লিটনের বিদায়ে ভাঙল শতরানের জুটি

একটু বাড়তি বাউন্সই হয়তো কাল হল লিটন দাসের জন‍্য। কাট করার চেষ্টায় কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়লেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

নাসিম শাহর ডেলিভারি শরীরের বেশ কাছেই ছিল। একটু বাড়তি বাউন্সও করেছিল। তবুও কাট করার চেষ্টা করেন লিটন। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানায় লেগে যায় রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৭১ বল স্থায়ী ১১৪ রানের জুটি।

৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। এদিন মাত্র ৪ রান যোগ করতে পারেন তৃতীয় দিন দারুণ ব‍্যাটিং করা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

১০১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৩২। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

এখনও ১১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।


রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিক

একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিকুর রহিম। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।

মোহাম্মদ আলির বল একটু পিছিয়ে গিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। বলের লাইনে যেতে পারেননি তিনি, ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প‍্যাডে। পাকিস্তানের জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।

লিটন দাসের সঙ্গে একটু কথা বলে শেষ সময়ে রিভিউ নেন মুশফিক। বল ট্র‍্যাকিংয়ে দেখা যায়, বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। বেঁচে যান অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৯৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩২৫। এখনও ১২৩ রানে পিছিয়ে সফরকারীরা।


মুশফিক-লিটনের জুটিতে একশ

দিনের শুরুতে একটু সাবধানী মুশফিকুর রহিম ও লিটন দাস। খেলার চেয়ে ছাড়ছেন বেশি। এর মধ‍্যে দুটি সিঙ্গলসে পূরণ করেছেন জুটির শতরান, ১২৮ বলে।

৯৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১৯। ১২৯ বলে ৭ চারে ৫৫ রানে খেলছেন মুশফিক। ৬৩ বলে ৮ চার ও ১ ছক্কায় লিটনের রান ৫৪। এখনও ১২৯ রানে পিছিয়ে বাংলাদেশ।


তৃতীয় দিন শেষে ম‍্যাচ যেখানে দাঁড়িয়ে

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে সাদমান ইসলামের ৯৩ রানের ইনিংসের পর মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে পাকিস্তানের সঙ্গে ব‍্যবধান অনেকটাই কমিয়ে এনেছে বাংলাদেশ। মুশফিক ও লিটন এখনও অপরাজিত থাকায় লিডের আশাও করছে সফরকারীরা।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬। এখনও ১৩২ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

রাওয়ালপিন্ডিতে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায়।

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ১২২ বলে ৭ চারে ৫৫ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিক। আগ্রাসী ব‍্যাটিংয়ে ৫৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন কিপার-ব‍্যাটসম‍্যান লিটন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা ১১৮ বলে গড়েছেন ৯৮ রানের জুটি।

এখনও ব‍্যাটিংয়ের অপেক্ষায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপর আসবেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

তৃতীয় দিন ৮০ ওভার বোলিং করে কেবল ৫ উইকেট নিতে পেরেছে পাকিস্তান। তিনবার ব‍্যর্থ হয়ে হারিয়েছে সব রিভিউ।


সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭/০) ৯২ ওভারে ৩১৬/৫ (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, আইয়ুব ৫-১-২৩-১)




National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.