× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাল বলে তাসকিনের ফেরার পথ দেখালেন ফিজিও

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৪, ১৪:৫২ পিএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৪, ১৪:৫৩ পিএম

তাসকিন আহমেদ

সাময়িক বিরতি শেষে তাসকিন আহমেদের টেস্ট ক্রিকেটে ফেরার আভাস আগেই দিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এবার সেই ফেরার পথ দেখিয়ে দিলেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।

গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন। পরে কাঁধের চোটের কথা উল্লেখ করে সবশেষ বিপিএল চলাকালে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন বাংলাদেশের গতিতারকা।

যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে তাকে পায়নি বাংলাদেশ। আগামী ১৭ অগাস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়ে তাসকিনের টেস্টে ফেরার আভাস দিয়েছেন জালাল ইউনুস।

পাকিস্তান সফরসহ জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেসের সার্বিক অবস্থা বোঝার জন্য শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিজিক্যাল পারফরম্যান্স মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় তা বাতিল হয়ে যায়।

এর বদলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হয় ১৪ ক্রিকেটারের স্ট্রেংথ টেস্ট। আবহাওয়ার অবস্থা বুঝে ও বেশিরভাগ ক্রিকেটার পাওয়া সাপেক্ষে পরবর্তীতে কোনো এক সময় হবে রানিং টেস্ট।

স্ট্রেংথ পরীক্ষার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের টেস্টে ফেরার বাস্তব সম্ভাবনা ও এর প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন বায়েজিদুল।

“তাসকিন এত দিন টি-টোয়েন্টি খেলেছে। যেখানে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধে সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের সমস্যা যা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। তবে এটা নিয়ে খেলা চালিয়ে নেওয়া যায়। সে যদি পুনর্বাসন ও ফিটনেসের কাজ করে, তাহলে (টেস্ট) খেলে ফেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন অ্যাভেইলেবল আছে।”

“তবে টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড বাড়াতে হয়, লম্বা স্পেলে বোলিং করতে হয়। ধীরে ধীরে তৈরি হয়ে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন চেষ্টা করে দেখবে। যদি ভালো অনুভব করে, তাহলে সে আবার টেস্ট খেলতে পারবে।”

রাওয়ালপিন্ডিতে ২১ তারিখ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ অগাস্ট।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.