কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ঢোকার আগে সড়কের মোড়ে বিশাল আকারের এক বেলুন উড়ছে। এই বেলুনের গায়ে লেখা ‘শুভ বড়দিন’।
গতকাল রোববার (২৪ ডিসেম্বর)কেলে এই চার্চের প্রবেশমুখেই দেখা গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ভেতরে ঢুকেই দেখা গেল চার্চের কর্মীরা শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত। গির্জার ফাদার মিল্টন কোড়াইয়া নিজেই বিষয়টি তদারকি করছিলেন।
শুধু এই চার্চ (গির্জা) নয়, রাজধানীর বিভিন্ন গির্জায় কয়েক দিন ধরেই উৎসবের প্রস্তুতি দেখা গেছে। নানা রঙের বেলুন, নকশা করা কাগজ, ফুল ও জরি ব্যবহার করে গির্জাগুলোকে সাজানো হয়েছে। গির্জার ভেতরে বর্ণিল সাজে সেজেছে ক্রিসমাস ট্রিও। এত সব আয়োজন ২৫ ডিসেম্বরকে (আজ সোমবার) ঘিরে।
বড়দিনের আগের বিকেলে রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের দুটি চার্চ ঘুরে দেখা যায়, উৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ২৪ ডিসেম্বর (গতকাল) সন্ধ্যা থেকেই প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় গেছে বড়দিনের আনুষ্ঠানিকতা।
কাকরাইলের চার্চে গতকাল রাত নয়টায় খ্রিষ্টযাগ বা প্রার্থনা হয়েছে। এটি হয়েছে বাংলা ভাষায়। আরেকটি খ্রিষ্টযাগ হয়েছে রাত ১১টায়, এটি হয়েছে ইংরেজি ভাষায়। এ ছাড়া আজ সকাল ৮টা ৩০ মিনিটে হবে আরেকটি খ্রিষ্টযাগ। বিকেলে সান্তা আসবে, শিশুদের দেবে নানা উপহার।
গতকাল বিকেলে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় দেখা যায়, মূল প্রার্থনাকক্ষের বাইরে সারি সারি চেয়ার পাতা। অনেক মানুষ প্রার্থনায় অংশ নেবেন, তাই তাঁদের বসার ব্যবস্থা করা হচ্ছিল। এই চার্চের প্রার্থনাকক্ষে বেলুন, ফুলসহ নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে।
আজ সারা দিন আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন।
খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।
এই দিনে যিশুখ্রিষ্ট শান্তির বার্তা নিয়েই পৃথিবীতে এসেছিলেন বলে জানান কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফাদার মিল্টন কোড়াইয়া।
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh