× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬, ২১:১৮ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১৮ পিএম

শবে বরাত | প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে আজ সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দেশের কোথাও হিজরি শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে পবিত্র শাবান মাস শুরু হবে। আর শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হবে বরকতময় শবে বরাত।

ধর্মীয় তাৎপর্য

মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত মহিমান্বিত একটি রাত। মহান আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। উল্লেখ্য, শাবান মাসের পরেই শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

বিষয় : শবে বরাত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.