২০২৬ সালে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পালিত হতে পারে এবং আমিরাতের বাসিন্দারা চার দিনের দীর্ঘ ছুটি পেতে পারেন।
সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে।
আল জারওয়ানের হিসাব অনুযায়ী:
রোজা শুরু: ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হতে পারে।
রোজার মেয়াদ: ধারণা করা হচ্ছে, রোজা ৩০ দিন পূর্ণ হবে।
ঈদুল ফিতর: প্রথম শাওয়াল বা ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার), ২০২৬ তারিখে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বাসিন্দারা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এর পরের দিন, ২৩ মার্চ (সোমবার), থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে।
জ্যোতির্বিদদের এই হিসাব একটি সম্ভাব্য তারিখ মাত্র। আল জারওয়ান উল্লেখ করেন, যদিও পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যাচ্ছে, তবে পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত সময়ের কাছাকাছি এসে আমিরাতের চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।
পবিত্র ঈদুল ফিতর হলো ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম প্রধান উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো, দান-খয়রাত করা এবং নানা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালিত হয়।