আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির মুক্তির দিশারী ও সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
প্রতি বছর মুসলিম উম্মাহ এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাতসহ বিভিন্ন নফল ইবাদত ও নফল রোজার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
রাষ্ট্রীয়ভাবে ছুটি, চলছে নানা আয়োজন
বাংলাদেশে আজ শনিবার রাষ্ট্রীয় ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন।
দিবসটি উদযাপনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও লাইটপোস্টে জাতীয় পতাকা ও 'কালিমা তায়্যিবা' অঙ্কিত ব্যানার টানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী কর্মসূচি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠান শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাদ মাগরিব এখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান করবেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন একটি আকর্ষণীয় সিরাত স্মরণিকা প্রকাশ করেছে এবং জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় মিসর, তুরস্ক, পাকিস্তান ও লেবাননের প্রকাশনা সংস্থাসহ প্রায় ২০০টি স্টল অংশ নিচ্ছে। মেলা ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ঢাকা মহানগরীর স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৫ ও ১৬ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সরকার সারা দেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো বড় শহরগুলোতে সুষ্ঠু ও নিরাপদ জমায়েত নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বড় মসজিদ ও ধর্মীয় স্থানগুলোতে কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণেও জোর দেওয়া হয়েছে।
বিষয় : মহানবী হযরত মুহাম্মদ সা.
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh