× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫১ পিএম । আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৪, ১৭:১৮ পিএম

হজ। ফাইল ছবি

সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বরের পর সময়সীমা আর বাড়ানো হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় আরও বলেছে, এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আর হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ১ সেপ্টেম্বর থেকে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রমের শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এখন নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.