বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা) এর ২০২৪-২০২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লস এঞ্জেলসে ২৯টি নিবন্ধিত বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে গঠিত বাফলার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে রুশনী আলম ১৬ ভোট পেয়ে বিজয়ী হন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজিয়া হক মিমি পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে আন্জুমান আরা শিউলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সিদ্দিকুর রহমান।
বাফলার নির্বাচন নিয়ে বিগত বেশ কিছুদিন যাবত লস এঞ্জেলসে বাংলাদেশি সংগঠনগুলোতে কর্মচাঞ্চল্যতার সৃষ্টি হয় এবং সংগঠনের নেতারা ব্যস্ত সময় পার করেন।
বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা মনে করেন, রুশনী আলমের বিজয় মানেই বাফলারই বিজয়! সবার প্রত্যাশা নির্বাচিত কমিটি সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করবে এবং বাফলাকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করবে সর্বোপরি বাফলা লস এঞ্জেলেসের বাংলাদেশ কমিউনিটির স্বার্থে কাজ করবে।
কমিউনিটির বিশিষ্টজনদের প্রত্যাশা, বাফলার নির্বাচনের মাধ্যমে লস এঞ্জেলসে সব সংগঠনের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে।