মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটকে ‘বন্যাদুর্গত’ এলাকা হিসেবে ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা।
রোববার (২৩ জুন) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে এক সভায় এই দাবি জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন।
সুনামগঞ্জ মানবকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।
এছাড়া অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ.জুবেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া শাখার আহ্বায়ক লোকমান জাহিদ, রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি লেছু মিয়া প্রমুখ।
২০২৪ সালে বন্যায় সিলেট বিভাগে অন্তত ১৬ লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। আর আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।