× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে প্রবাসীদের বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৪, ১১:০৬ এএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম

ফাইল ছবি

বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রেরণে গতি আনতে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি অ-আর্থিক প্রণোদনা দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ লক্ষ্যে প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ করেছে এই কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবাসী আয় প্রেরণকারী ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ করেছে কমিটি। প্রবাসীদের মা–বাবা ও স্ত্রী-সন্তানদের সরকারি হাসপাতালে, সরকারি সেবা অফিসে ও সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ প্রাধিকার দেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। এ ছাড়া বিমানবন্দরে নির্বিঘ্নে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের সুবিধা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যে স্মার্ট অ্যাপের ব্যবহার, প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ পাঠাতে পারেন, সে জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সদস্য এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান ও রুনু রেজা বৈঠকে অংশ নেন।

বিষয় : প্রবাসী আয়

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.