দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ মার্চ) রাতে ডার্বান সীমান্ত এলাকায় নিজ দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন ভূঁঞা (৩৫) নোয়াখালী সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড়া গ্রামের মিন্নত আলি ভূঁঞার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল দক্ষিণ আফ্রিকাতে মাংস বিক্রির পাশাপাশি ফাস্টফুড ব্যবসা করতেন। সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার প্রতিষ্ঠানে এসে অস্ত্র ঠেকিয়ে সব অর্থ লুট করে নিয়ে যায়। রোববার রাতে তারা লুটপাটের চেষ্টা করলে তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক সন্তানের জনক।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, সেনবাগের কেশারপাড় গ্রামের এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে।