× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সমর্থন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জুলাই ২০২৪, ১৫:১৭ পিএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৪, ১৫:১৮ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার রাত ১০টার কিছু পরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলন করেন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে ওই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশের জনসাধারণকে জোরালো আহ্বানও জানিয়েছে দলটি।

আজ বুধবার রাত ১০টার কিছু পর ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিজভী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের ডাকা যে কর্মসূচি, বৃহস্পতিবারের সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।’

দেশের মানুষের প্রতি কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদের জোরালো আহ্বান জানাচ্ছি।’

এর আগে আজ সন্ধ্যার পর ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে’ আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.