× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমপি আনার হত্যা

মোস্তাফিজ-ফয়সাল চরমপন্থি নেতা শিমুলের শিষ্য

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ জুন ২০২৪, ০৮:১৯ এএম । আপডেটঃ ২৮ জুন ২০২৪, ০৮:২০ এএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মিশনে অংশ নেওয়া মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজী খুলনার ফুলতলার চরমপন্থি নেতা আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়ার শিষ্য। তারা দু’জনই পেশায় ট্রাকচালক। এর আগেও শিমুলের হয়ে বিভিন্ন অপারেশনে কাজ করেছে তারা। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এসব তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, এমপি আজীম হত্যা মিশনে অংশ নেওয়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মিশনে অংশ নেওয়া সর্বশেষ দু’জনকে গ্রেপ্তার করা হয় বুধবার। 

ডিবি জানায়, এমপি হত্যায় জড়িত ৯ জনের মধ্যে পাঁচজনই খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ডজনখানেক ব্যক্তি। হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর পরও হত্যাকাণ্ডে কারা আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, হত্যার প্রকৃত মোটিভ কী– সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না মামলার তদন্তকারী সংস্থা ডিবি।

হারুন অর রশীদ বলেন, এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাতজন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। বাকিরা পরিকল্পনা ও সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের মধ্যেও দু’জনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। বাকি সাতজনকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে।

হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তাররা হলেন– খুলনা ফুলতলার চরমপন্থি নেতা আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, তার শিষ্য মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী, তানভির ভূঁইয়া, কসাই জিহাদ হাওলাদার, টাঙ্গাইলের মেয়ে সেলিস্তি রহমান ও ভোলার সিয়াম হোসেন। পরিকল্পনায় ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।

ফয়সাল ও মোস্তাফিজুর আত্মগোপনের জন্য ফটিকছড়ি ও সীতাকুণ্ডের মাঝামাঝি পাতাল কালীমন্দিরে লাল ধুতি পরে অবস্থান করছিল। শিমুল ভূঁইয়ার নেতৃত্বে হত্যাকাণ্ডের জন্য যা যা করা দরকার তার সবই তারা করেছে। গতকাল ফয়সাল ও মোস্তাফিজের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.