× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সেন্টমার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ জুন ২০২৪, ১২:০৭ পিএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

টেকনাফের সেন্টমার্টিন উপকূলে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি ও জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশীদের ট্রলার লক্ষ্য করেও ইতোমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। মিয়ানমারের ধারাবাহিক উসকানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর।’ 

সাইফুল হক বলেন, টেকনাফ, সেন্ট মার্টিনসহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উসকানি সৃষ্টি করে আসছে। তাদের এসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে।’ বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েনসহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহŸান জানান সাইফুল হক। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.