× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজেটে এবি পার্টির ‘আগুন’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৬ জুন ২০২৪, ১২:৫৪ পিএম । আপডেটঃ ০৬ জুন ২০২৪, ২৩:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে প্রতীকী আগুন দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেন। 

এবি পার্টির নেতারা বলেছেন, ডামি সরকারের কর ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। দলটির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে রয়েছে এই সরকার। নির্বাচিত সরকার ছাড়া কারও পক্ষে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ডামি নির্বাচনে ডামি সংসদে যে বাজেট উপস্থাপিত হয়েছে, তা প্রত্যাখ্যান করছি। কারণ এটি ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট। রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। 

সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.