× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটারশূন্য ভোট কেন্দ্রে কুকুর রোদ পোহায়: মঈন খান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ এএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ এএম

আজ রোববার দুপুরে  সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন,ভোটারশূন্য ভোট কেন্দ্রে কুকুর রোদ পোহাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‌‘আমরা কোনো মেকি সিস্টেমে বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার আজকে যা করছে, সেটা হচ্ছে গণতন্ত্রের একটা ভান। আজ স্পষ্ট করে দিচ্ছি, এই সরকার গণতন্ত্রের ভান ধরা একটা সরকার। গণতন্ত্রের ভান ধরে যে সরকার থাকে, তারা স্বৈরাচারের চেয়ে আরও বেশি ভয়ংকর। এবং জনগণের জন্য ক্ষতিকর।’

আন্দোলন সফল হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আমাদের আন্দোলন সফল হয়েছে। স্পষ্ট ভাষায় একটিই কথা বলবো, ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদেরকে এক লাখ মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

এ সময় মঈন খান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘বিশ্বের ২০০টা দেশ আছে, কয়টা দেশে এমন ঘটনা ঘটেছে?’

বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হওয়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট খবরের সূত্র উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের সবগুলো গণমাধ্যমের খবরে এসেছে এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন। আপনারা আগামীকালই দেখবেন বিশ্ব গণমাধ্যম কি রিপোর্ট করে। তার ওপরেই বোঝা যাবে আমাদের আন্দোলন সফল হয়েছে কিনা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.