চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বঁটি কেলেঙ্কারি নিয়ে আলোচিত ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী মাহবুবা নাসরিন ওরফে রূপা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারাতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের পর ফলাফলে দেখা যায়, তিনি পরাজিত হয়েছেন।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রার্থীকে জামানত ফেরত পেতে মোট প্রদত্ত ভোটের নূন্যতম ১৫ শতাংশ পেতে হবে। দুপচাঁচিয়ায় ভোট পড়েছে ৬৮ হাজার ৫৪৪টি। জামানত ফেরত পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ন্যূনতম ১০ হাজার ২৮১ ভোট পেতে হবে। কাপ-পিরিচ প্রতীকে মাহবুবা নাসরিন ৭ হাজার ১৫০ ভোট পেয়েছেন। ফলে তিনি জামানত হারাতে যাচ্ছেন।
নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকালের নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক প্রামাণিক আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ৪২৯ ভোট।
চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে আড়াই বছর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাহবুবা নাসরিন। এ ঘটনায় দল থেকে সাময়িক বহিষ্কারের পর তিনি দুপচাঁচিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হন। এ ছাড়া ইডেন মহিলা কলেজে ‘সিট বাণিজ্য’ ও ছাত্রলীগের এক পক্ষের ওপর হামলায় জড়ানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
মাহবুবা নাসরিন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার সময় ২০১৯ সালের ৯ নভেম্বর কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘সিট বাণিজ্য’কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তখন কলেজ ছাত্রলীগের সদস্য সাবিকুন্নাহার তামান্নার ওপর হামলা চালিয়ে বঁটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মাহবুবা নাসরিনের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।