বগুড়ার শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগে তিন ইউনিয়ন বিএনপির ছয় নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। তবে এক নেতা মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন।
দল থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রানা সোনার, আটমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ঠাণ্ডা, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম কামরুজ্জামান শাকি, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদ মণ্ডল এবং সদস্য আব্দুল মান্নান।
প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য একতরফা উপজেলা পরিষদ নির্বাচন হবে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাই দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করায় শিবগঞ্জ উপজেলার অধীনে তিন ইউনিয়ন বিএনপির উল্লিখিত ছয় নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, আমরা কাউকে দল থেকে বহিষ্কার করতে পারি না। তাই শুধু ছয় নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি। কেন্দ্র তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম কামরুজ্জামান শাকি।
মঙ্গলবার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাঈদ প্রকাশ্যে ব্যাচ লাগিয়ে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। অথচ তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারের উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে। নির্বাচনে নৌকা, লাঙ্গল বা অন্য কোন দলের প্রতীক নেই। অথচ মিথ্যা অভিযোগ এনে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে; যা জাতীয়তাবাদী দলের সংবিধান পরিপন্থি।
বিএনপির দায়িত্বশীল নেতা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন এমন ইঙ্গিত করে বলেন, আমি যদি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তার আনারস মার্কায় ভোট করতাম তাহলে আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হতো না। তিনি আরও বলেন, দলীয় পদ থেকে কাউকে অব্যাহতি দিতে হলে আগে কারণ দর্শানো নোটিশ দিতে হয়; কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি। তিনি দলীয় পদ থেকে অব্যাহতিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, এ সিদ্ধান্ত তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh