× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে: জিএম কাদের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ এএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ এএম

জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। 

জিএম কাদের বলেন, শুক্রবার সিলেটে জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে লোকদের বের করে দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না। নির্বাচন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সারাদেশেই ঘটছে।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীরা।

তবে রংপুরে এ ধরনের কোনো সমস্যা নেই—জানিয়ে জিএম কাদের বলেন, এখানে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। রংপুরবাসী বঞ্চনার শিকার থেকে রক্ষা পেতে জাতীয় পার্টিকে বিজয়ী করবেন।  

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এতে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.