× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির গণসংযোগ কর্মসূচি ২ দিন বাড়লো

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ এএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ এএম

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে দিল বিএনপি। গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছিল বিএনপি। আজ সেই কর্মসূচি শেষ হচ্ছে।

রুহুল কবির রিজভী আজ বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়বে। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

রিজভী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট কর্মসূচি সফল হতে চলেছে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

রিজভী তাঁর বক্তব্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ গত রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি দেয় দলটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.