× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: ওবায়দুল কাদের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ এএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ এএম

ভোটারদের টার্ন আউট নিয়ে  আওয়ামী লীগের  কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচনে জয় আমাদের হবে।’ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

ওবায়দুল কাদের বলেন, আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, এটা সংবিধানের বাধ্যবাধকতা। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের হাতে, সেটা আমরা বিশ্বাস করি।

নির্বাচনে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, এই আগুন সন্ত্রাস এবং জ্বালাও-পোড়াও বারবার আমরা দেখেছি। এসব ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের লাল-সবুজের পতাকা হাতে বিজয়ের বন্দরে পৌঁছাবো। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনে জয় আমাদেরই হবে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) গবেষণার উদ্বৃতি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইআরআই তাদের গবেষণা রিপোর্টে বলেছে- বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে? শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল, আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছেন। শেখ হাসিনা আমাদের ডায়নামিক লিডার। অসত্যের কাছে আমরা মাথা নত করবো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ইতিহাসের ‘সফল নেতা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতা, দক্ষ প্রশাসক এবং সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.