× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোলাম দস্তগীরের সমর্থনে একাট্টা আ’লীগ নেতারা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩, ০০:২২ এএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:২৩ এএম

রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জমে উঠেছে নির্বাচন। এ আসন থেকে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী মাঠে নৌকার প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে অনেক ভোটার মনে করেন। 

এর অন্যতম কারণ তিনি টানা তিনবার রূপগঞ্জের সংসদ সদস্য থাকাকালে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন এবং নেতাকর্মীর পাশে থেকেছেন।

ভোটাররা বলছেন, অনেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় খুঁজে পাওয়া যায় না। তবে গোলাম দস্তগীর গাজী সংসদ সদস্য হওয়ার পর থেকেই নিজ এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। 

সরেজমিন দেখা গেছে,  অনেক সাধারণ মানুষ গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছেন। এর অন্যতম কারণ রূপগঞ্জ জরাজীর্ণ একটি উপজেলাকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমূল পরিবর্তন এনে দিয়েছেন তিনি।  

 স্থানীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর প্রায় ৯০ ভাগ নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। 

উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের মধ্যে ৫৫ জন নেতাকর্মী গোলাম দস্তগীরের পক্ষে মাঠে নেমেছেন। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাঁর পক্ষে সক্রিয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, গোলাম দস্তগীর সবদিক দিয়ে ফিট। তিনি তিনবারের এমপি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ওয়ান-ইলেভেনে নিজের জীবন বাজি রেখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ  হাসিনার জন্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের একজন তিনি। উন্নয়নের রোল মডেল হিসেবে রূপগঞ্জকে গড়ে তুলেছেন।

এমপি হওয়ার পর এক সময়ের জরাজীর্ণ এলাকাকে বদলে দিয়েছেন গোলাম দস্তগীর। তাঁর উদ্যোগে রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার, গাজী সেতু, কাঞ্চন সেতু, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট প্রশস্তকরণ, নতুন নতুন রাস্তা নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ, কর্মসংস্থানসহ নানা উন্নয়ন হয়েছে। 

অবশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থিত নেতকর্মীর দাবি, তিনি উপজেলায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনিও তিনবারের উপজেলা চেয়ারম্যান। তাঁর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন রয়েছে। ভোটের দিনই তা প্রমাণ হবে। 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.